• ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
logo

নাতনির হাত ধরে ভোট দিতে এলেন শতবর্ষী নারী

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ মে ২০২৪, ১৪:১৬
নাতনির হাত ধরে ভোট দিতে এলেন শতবর্ষী নারী
ছবি : আরটিভি

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্ডা উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে নাতনি নারগিস আক্তারের হাত ধরে ভোট দিতে এসেছেন ১০৫ বছরের শরিফা বিবি। বয়সের ভারে ন্যুব্জ এই বৃদ্ধা থর থর করে কাঁপছিলেন।

বুধবার (২৯ মে) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে ভোট দিতে আসেন তিনি।

এ বিষয়ে নাতনি নারগিস আক্তার বলেন, ‘ভোট দিতে আসবেন বলে কাকডাকা ভোরে ঘুম থেকে উঠে বসেছিলেন দাদি। ছোটবেলা থেকে দেখে আসছি, ভোট উৎসব নিয়ে দাদির ভীষণ আগ্রহ।’

কথা হয় শতবর্ষী নারী শরিফা বিবির সঙ্গে। তিনি বলেন, ‘ভোট দিতে কেন্দ্রে আসতে আমার খুব ভালো লাগে। ভোট দিতে আসলে পরিচিত অনেকের সঙ্গে দেখা হয়। পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ থাকে। আমার মতে, ভোট দিতে না এলে ভোটটা নষ্ট হবে। তাই কষ্ট করে হলেও ভোট দিতে এসেছি।

অশ্রুসিক্ত চোখে শরিফা বিবি আরও বলেন, ‘এখন বয়স হয়েছে, মনে হচ্ছে এটাই শেষ ভোট।’

শরিফা বিবি শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্ডা এলাকার মৃত ছাদাই সরদারের স্ত্রী। তিনি ৮ ছেলের জননী। তার মধ্যে তিন ছেলে মারা গেছেন।

সরেজমিনে ডামুড্যা ও গোসাইরহাট উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, পুরুষের পাশাপাশি নতুন তরুণ ভোটার থেকে শুরু করে এবার ছিল বয়োবৃদ্ধাদের ভিড়ও। কেউ নতুন শাড়ি পরে, কেউ সালোয়ার-কামিজ পরে ভোট দিতে এসেছেন। বিভিন্ন দলের প্রার্থীরা তাদের ভোটার নম্বর খুঁজে বের করে ভোট প্রদানে সহায়তা করছেন।

ডামুড্যা উপজেলার সিড্ডা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার গোলাম সারোয়ার বলেন, ‘আমার কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৩৫৪টি। এরমধ্যে পুরুষ ভোটার ১ হাজার ১৮৯টি, মহিলা ভোটার সংখ্যা ১ হাজার ১৬৫টি। দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রটিতে ভোট পড়েছে ১৮ শতাংশ।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে শরীয়তপুরের ডামুড্যা ও গোসাইরহাট উপজেলায় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। দুই উপজেলার মোট ৮৮টি কেন্দ্রে ও ৭১৭টি কক্ষে ইভিএমে ভোটগ্রহণ চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ম্যাজিস্ট্রেট, বিজিবি সদস্য ও র‍্যাবের টহল টিমসহ পুলিশ-আনসার মোতায়েন রয়েছে। দুটি উপজেলায় চেয়ারম্যান পদে ৮জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ১০ জন প্রার্থী। দুই উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ৮৩৮ জন। গোসাইরহাট উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান হয়েছেন এমদাদ হোসেন বাবলু মৃধা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাবিতে ভর্তিতে থাকছে না মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা
ঢাবির ভর্তিতে নাতি-নাতনি ও পোষ্য কোটা বাতিলে নোটিশ
বিলে গোসলে নেমে দাদি-নাতনির মৃত্যু
যে কারণে ভেঙে গেল অমিতাভের নাতনির প্রেম