ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ছেলের বউয়ের হাত ধরে ভোটকেন্দ্রে শতবর্ষী নারী

মোঃ আমির ফয়সাল

মঙ্গলবার, ২১ মে ২০২৪ , ১২:৪৭ পিএম


loading/img
ছবি : আরটিভি

ছেলের বউয়ের হাত ধরে ভোটকেন্দ্রে এসেছেন শতবর্ষী করিমন বেগম। ডান চোখ নষ্ট পুরোপুরি। বাম চোখে পড়েছে ছানি। তাও নিজের ভোটাধিকার নষ্ট করবেন না বলে এসেছেন ভোট দিতে।

বিজ্ঞাপন

রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মাইপাড়া কেন্দ্রে ভোট দিতে আসা করিমন বেগম জানান, বাড়িতে শুয়ে বসে থেকে তিনি তার ভোট নষ্ট হতে দেবেন না। তাই কষ্ট করে ছেলের বউকে সঙ্গী করে কেন্দ্রে হাজির হয়েছেন তিনি।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে সারাদেশের ন্যায় রাজশাহীর পুঠিয়া, বাগমারা ও দুর্গাপুর উপজেলায় ভোটগ্রহণ চলছে। এরমধ্যে বাগমারায় চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন করে প্রার্থী রয়েছেন। এ ছাড়াও পুঠিয়া উপজেলায় তিনটি পদে তিনজন করে এবং দুর্গাপুরে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন করে প্রার্থী রয়েছেন। তবে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী তিনজন। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ মে) সকাল উপজেলাগুলোর বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে ভোটার উপস্থিতি। তিনটি উপজেলায় মোট ভোটকেন্দ্র ২৬৭টি। এর মধ্যে বাগমারা উপজেলায় ১২২টি, পুঠিয়ায় ৭৮টি ও দুর্গাপুরে ৬৭টি ভোটকেন্দ্র রয়েছে।

রাজশাহীর ৩ উপজেলায় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে ১ হাজার ৫০০ জন পুলিশ সদস্য, ১০ প্লাটুন বিজিবি, ৩ হাজার ৭৪০ জন আনসার সদস্যের পাশাপাশি ৩৩ জন ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |