• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে নিহত ১

কুয়াকাটা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ মে ২০২৪, ১২:৫৭
বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু
ছবি : সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে পল্লী বিদ্যুতের লিটন বিশ্বাস (৩৫) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মে) সন্ধ্যায় উপজেলার আলীপুর থ্রি-পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিটন বিশ্বাস বাকেরগঞ্জ উপজেলার কালেরকাঠি গ্রামের বাসিন্দা তারেক স্বর বিশ্বাসের ছেলে। তিনি কুয়াকাটা পল্লী বিদ্যুৎ জোনে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পল্লী বিদ্যুৎ সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত বিদ্যুতের লাইন মেরামতের কাজের জন্য বৈদ্যুতিক খুঁটিতে উঠে বডি বেল্ট লাগানোর সময় পা ফসকে নিচে পড়ে গুরুতর আহত হন লিটন। আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (৩০ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ।

তিনি বলেন, ‘বিষয়টি জেনে কলাপাড়া হাসপাতালে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তারপর ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে মরদেহটি পাঠানো হয়েছে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসের ধাক্কায় এনজিও কর্মী নিহত
বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল যুবকের
কলাপাড়ায় আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্য আটক 
এক পাঙাশ বিক্রি হলো ৭ হাজার ৬০০ টাকায়