• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

তদন্তের সময় ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ, পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন

আরটিভি নিউজ

  ৩০ মে ২০২৪, ২১:০৬
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জে মামলার তদন্ত করতে গিয়ে এক নারীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন পুলিশ কর্মকর্তা আজিজুর রহমান চৌধুরী। এরপর ওই নারীর করা মামলায় চাকরিও হারান তিনি। এবার মামলার রায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

প্রায় ১২ বছর আগে সুনামগঞ্জের ছাতকে কর্মরত থাকাবস্থায় ওই পুলিশ কর্মকর্তা এ ঘটনা ঘটান।

বৃহস্পতিবার (৩০ মে) ওই মামলার রায় হয়েছে।

জানা গেছে, হবিগঞ্জ জেলা সদরে আজিজুর রহমান চৌধুরী ২০১২ সালে সুনামগঞ্জের ছাতক থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তখনই ছাতক পৌর শহরের একটি মামলার তদন্ত করতে গিয়ে মামলার এক পক্ষের এক নারীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। পরে ওই নারী ২০১২ সালের ১০ সেপ্টেম্বর আজিজুর রহমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা করেন।

মামলার পর আজিজুর রহমানকে প্রথমে সাময়িক ও পরে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়। প্রায় ১২ বছর পর বৃহস্পতিবার ওই মামলার রায়ে তিনি যাবজ্জীবন সাজা পেয়েছেন। সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) রুকনুজ্জামান যাবজ্জীবন কারাদণ্ডের এ আদেশ দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

আদালতের সরকারি কৌঁসুলি নান্টু রায় রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক দলের কেউ নয়, দাবি জেলা যুবদলের
কুমিল্লায় শিশু ধর্ষণের পর হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
ডেসটিনির এমডিসহ ১৯ জনের ১২ বছরের কারাদণ্ড
ডাকাতির সময় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৭