• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

মেঘনায় মিলল মালয়েশিয়ায় যেতে না পারা তরুণের মরদেহ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ জুন ২০২৪, ২২:৩০
তানভীর
ছবি: আরটিভি

কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত ট্রেন থেকে মেঘনা নদীতে পড়ে নিখোঁজ তানভীরের (২০) মরদেহ উদ্ধার করা হয়েছে। সম্প্রতি ফ্লাইট জটিলতায় মালয়েশিয়া যেতে না পারা যুবকদের মধ্যে তিনি একজন ছিলেন।

রোববার (২ জুন) বিকেলে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মেঘনাবাজ এলাকার নদী থেকে তানভীরের মরদেহ উদ্ধার করা হয়।

তানভীর ব্রাহ্মণবাড়িয়া জেলার আখউড়া উপজেলার দেবগ্রামের মো. মেরাজ মিয়ার ছেলে।

নৌপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়া যাওয়ার বিমানের ফ্লাইট বাতিল হওয়ার পর গত শুক্রবার (৩১ মে) বিকেলে ট্রেনে করে বাবার সঙ্গে নিজ বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফিরছিলেন তানভীর। ভৈরবের রেলওয়ে সেতু পার হওয়ার সময়ে চলন্ত ট্রেনের দরজা থেকে মেঘনা নদীতে পড়ে যান তিনি। পরে তার বাবা পরবর্তী স্টেশনে নেমে ভৈরবের মেঘনা নদীতে নিখোঁজ সন্তানকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। নিখোঁজ হওয়ার দুদিন পর রোববার বিকেলে নরসিংদীর রায়পুরার উপজেলার মেঘনাবাজ এলাকার নদী থেকে ভাসমান অবস্থায় তানভীরের মরদেহ পাওয়া যায়।

এ বিষয়ে ভৈরব নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, নিখোঁজের দুদিন পর নদী থেকে তানভীরের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেঘনা নদীতে বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষ, নিহত ২
হঠাৎ চলন্ত ট্রেনের ইঞ্জিনে ধোঁয়া, এরপর যা ঘটল
জাহাজে সাতজনকে হত্যা: সেই ইরফান গ্রেপ্তার
যুবলীগ নেতার পিটুনিতে তাঁতী দল নেতা হাসপাতালে