• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের ব্যাগ ধরে টানাটানি, গ্রেপ্তার ৭

স্টাফ রিপোর্টার চাঁদপুর, আরটিভি নিউজ

  ০৩ জুন ২০২৪, ০৮:৪২
ছবি: আরটিভি

চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের ব্যাগ ধরে টানাটানিসহ হয়রানির অভিযোগে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার ৭ চালককে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ।

রোববার (২ জুন) দুপুরে লঞ্চঘাটে নৌ-পুলিশ দায়িত্ব পালন অবস্থায় এসব চালক এ ধরনের কাজ করায় তাদের গ্রেপ্তার করা হয়। রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

গ্রেপ্তার চালকরা হলেন- ইমাম হোসেন তপাদার (২৫), মো. মনির গাজী (৩০), মো. হানিফ বেপারী (৬৫), মো. জুয়েল (২৫), রিয়াদ (২৫), মো. সোহেল (২৫) ও আলী বেপারী (৩৪)। এদের বাড়ি চাঁদপুর শহর, সদর ও ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে।

ওসি কামরুজ্জামান বলেন, দুপুরে লঞ্চ টার্মিনালে নৌ-পুলিশ দায়িত্বরত অবস্থায় সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার চালকরা যাত্রীদের হয়রানি, ব্যাগ ধরে টানাটানি করেন। তারা চিৎকার-চেঁচামেচি করে জনসাধারণের বিরক্তি সৃষ্টি করেন এবং মারামারি করেন। এসব কারণে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারদের মধ্যে ৬ জনের বিরুদ্ধে চাঁদপুর নৌ থানায় নন এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে। তবে আলী বেপারী মারামারি করায় তার বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে গির্জা-হাসপাতালেও গ্রেপ্তার আতঙ্কে অভিবাসীরা
দাউদকান্দিতে অস্ত্রসহ গ্রেপ্তার ২ 
হত্যা মামলায় সাবেক মেয়র হাবিবুর গ্রেপ্তার
ট্রাম্পের আদেশের পরপরই ধরপাকড় শুরু, নিউইয়র্কে গ্রেপ্তার ৪ বাংলাদেশি