• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

তুচ্ছ ঘটনায় মারামারি, স্কুলছাত্রের মৃত্যু 

স্টাফ রিপোর্টার ( চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ০৩ জুন ২০২৪, ০৯:৫৩
ফাইল ছবি

চট্টগ্রামের বোয়ালখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে মো. আরিফ (১৫) নামের এক দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাকিব নামের একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২ জুন) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেঙ্গুরা এলাকায় এ ঘটনা ঘটে।

অহত আরিফকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। রাত ৯টার দিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। নিহত আরিফ শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

নিহতের পিতা মো. জাকির হোসেন বলেন, বিকেলে স্কুল ছুটির পর আরিফ ঘরে আসে। এরপর চা-নাস্তা খেয়ে বাড়ির পাশে খেলতে গিয়েছিল। সেখানে খেলার সময় প্রতিবেশী সাকিবুল ইসলামের সঙ্গে ঝগড়া হয়। এ নিয়ে সাকিবসহ কয়েকজনে মিলে আরিফকে মেরে রাস্তার ধারে ফেলে রাখে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জোর করে পদত্যাগ’ করানো সেই উপাধ্যক্ষের মৃত্যু
আইইউটির ৩ শিক্ষার্থীর মৃত্যু, পল্লী বিদ্যুতের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন নিয়ে মারামারি
কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু