• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

‘দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার’

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি নিউজ

  ০৩ জুন ২০২৪, ২০:০৩
‘দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার’
ছবি : আরটিভি

যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে সরকার তাদের বিরুদ্ধেই কঠোর পদক্ষেপ গ্রহণ করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

সোমবার (৩ জুন) কুষ্টিয়া জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে বিভাগীয় পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মশালায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বেনজীর আহমেদের দেশ ত্যাগের বিষয়ে ঢালাওভাবে সরকারের বিরুদ্ধে অভিযোগ করার কোনো সুযোগ নেই। কেননা ইতোমধ্যে আমাদের সরকার প্রধান দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এতে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে সরকার তাদের বিরুদ্ধেই কঠোর পদক্ষেপ গ্রহণ করছেন।’

সরকারের উচ্চ পর্যায়ে সকলেই লুটের সঙ্গে জড়িয়ে পড়েছেন বিএনপির এমন অভিযোগের প্রেক্ষিতে মাহবুব উল আলম হানিফ বলেন, হাওয়া ভবন বানিয়ে বিএনপি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশব্যাপী যে লুটপাট চালিয়েছিল, তা ঢাকতেই এসব মিথ্যাচার করছে।

আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে হাওয়া ভবন করে দেশে লুটপাট করেছিল, সেটাকে ঢাকার জন্য বর্তমান সরকারের বিরুদ্ধে নানান রকম গুজব ছড়াচ্ছেন তারা। দেশের মানুষ জানে বিএনপির আমলে আজিজ মার্কা নির্বাচন কমিশনের কথা। কোন লজ্জায় বর্তমান নির্বাচন কমিশন নিয়ে কথা বলে তারা।’

হানিফ বলেন, ‘বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে দণ্ডিত এবং তারেক রহমান দুর্নীতির দায়ে দণ্ডিত হয়ে পলাতক রয়েছেন। যে দলের শীর্ষ পর্যায়ের দুই নেতা দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে দণ্ডপ্রাপ্ত সেই দলের নেতাদের মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা মানায় না।’

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, কামারুল আরেফিন, রেজাউল হক চৌধুরী এবং খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকারিয়া ও কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নব্য দখলদারদের পরিণতিও হাসিনার মতো হবে: আবু হানিফ
মিষ্টি হাসিতে নজর কাড়লেন পূর্ণিমা
নোবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ হানিফ
‘ইত্যাদি’ এবার সুন্দরবনের প্রবেশদ্বার মোংলায়