ঢাকারোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

বেনাপোলে কাস্টমস কর্মকর্তাকে কুপিয়ে জখম

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৮ জুন ২০২৪ , ১১:৫২ এএম


loading/img
ছবি : সংগৃহীত

যশোরের বেনাপোল কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাফিউল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। 

বিজ্ঞাপন

শুক্রবার (৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা তার ওপর এ হামলা চালায়।

খবর পেয়ে রাফিউলের সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

বিজ্ঞাপন

রাফিউল ইসলাম বর্তমানে বন্দরের কাস্টমস ওয়েইং স্কেলের দায়িত্বে আছেন। তিনি নেত্রকোণা জেলা সদরের মো. কাজিম উদ্দিন ছেলে।

বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা আরিফুর রহমান জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রাফিউল বেনাপোলের রঘুনাথপুর সড়কে রিকশাভ্যানে তার এক বন্ধুকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় পেচরবাওড় এলাকায় পৌঁছালে পেছন থেকে দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যান। খবর পেয়ে স্থানীয় লোকজন ও তার সহকর্মীরা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত গণমাধ্যমকে জানান, বেনাপোল কাস্টমস হাউসের একজন সহকারী রাজস্ব কর্মকর্তাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান চলছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |