ঢাকারোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

নওগাঁয় ১০১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৯ জুন ২০২৪ , ০৩:৫৫ পিএম


loading/img
ছবি : আরটিভি

নওগাঁর নিয়ামতপুর উপজেলা থেকে ১০১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। 

বিজ্ঞাপন

রোববার (৯ জুন) দুপুরে ডিবি কার্য়ালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান। এর আগে, শনিবার রাত ১২টার দিকে উপজেলার সান্তোষপাড়া এলাকা থেকে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। 

সংবাদ সম্মেলনে জানান হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ সান্তোষপাড়া গ্রামে মোকলেছার নামে এক ব্যক্তির পুকুরের আশেপাশে একটি কাভার্ডভ্যানে গাঁজা পরিবহন করে হস্তান্তর করা হবে। পরে সন্তোষপাড়া পাকা রাস্তার ওপর পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০ থেকে ১২ জন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এ সময় সুমন বাপ্পি ও টুয়েল মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। পরে কাভার্ডভ্যান তল্লাশী করা হলে ৪টি পাটের বস্তা থেকে ৩৪ পোটলা গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২০ লাখ ২০ হাজার টাকার। 

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এর সঙ্গে আর কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

এ সময় ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা হাশমত আলীসহ ডিবি পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |