কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২৫ ঘণ্টা পর স্কুলছাত্র আমানের মরদেহ উদ্ধার হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টায় কিলোমিটার ভাটি থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
খোকসা ফায়ার স্টেশন ইনচার্জ (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম জানান, কমলাপুর ঋষিপাড়া ঠাকুর ঘাট থেকে মরদেহটি উদ্ধার করে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর ২৫ ঘণ্টা আগে সোমবার সকাল দশটার দিকে আমান হাসান নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়।
জানা যায়, খোকসা উপজেলার কমলাপুরে চার বন্ধু মিলে গড়াই নদীতে গোসল করতে নেমে অষ্টম শ্রেণির ছাত্র আমান হাসান (১৪) ডুবে নিখোঁজ হয়। আমান খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্র। তিনি একতারপুর পূর্ব পাড়া গ্রামের ব্যবসায়ী মো. শামীম হাসানের ছেলে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূর যায়েদ বলেন, ‘উদ্ধার করা মরদেহ আইনগত প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’