নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক কলেজছাত্র গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তার নাম আশরাফ চৌধুরী সজীব (১৮)।
মঙ্গলবার (১১ জুন) সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের কদমতলীর ১০ তলা একটি ভাড়া বাসার বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক।
মৃত আশরাফ হোসেন সজীব কক্সবাজারের বাসিন্দা রুস্তম আলী চৌধুরীর ছেলে। তিনি ওই বাসায় সাবলেট থাকতেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মামুন বলেন, ‘সজীব নারায়ণগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করতেন। সজীব কদমতলী এলাকায় মিজান নামে একজন গার্মেন্টসকর্মীর সঙ্গে সাবলেটে থাকতেন। ওই বাসার বারান্দাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’