ঢাকামঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

লক্ষ্মীপুরে ১১ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদ

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৬ জুন ২০২৪ , ০১:০২ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরে ১১টি গ্রামে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। 

বিজ্ঞাপন

জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা ও সদর উপজেলার বশিকপুরসহ ১১টি গ্রামের সহস্রাধিক মুসল্লি ঈদুল আজহা'র নামাজ আদায় করেন।

রোববার (১৬ জুন) সকাল সাড়ে ১০টায় রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও তালিমুল কুরআন নূরানি মাদরাসা ঈদগাহে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ঈদগাহের খতিব মাওলানা আমিনুল ইসলাম খান। এ ছাড়াও রায়পুর ও রামগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ছোট-বড় ঈদের নামাজের অনেকগুলো জামাত অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মাওলানা ইসহাক (রহ.)-এর অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ পবিত্র ভূমি মক্কা ও মদিনার সঙ্গে সংগতি রেখে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছে। এসব গ্রামের মানুষ গত ৪০ বছর যাবত সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |