• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

ঈদের দিনে বজ্রপাতে জেলের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ জুন ২০২৪, ১২:৫৩
জেলের মৃত্যু
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের জামালগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জাহাঙ্গীর মিয়া (৩৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ জুন) সকালে জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের মফিজনগর গ্রামের পাশে হাওরে এই ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর মফিজনগর গ্রামের ইদ্রিস আলীর ছেলে। নিহত জাহাঙ্গীরের স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর সকালে নৌকা নিয়ে জাল দিয়ে গ্রামের পাশের হাওরে মাছ ধরতে গিয়েছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে গ্রামের লোকজন তার মরদেহ উদ্ধার করে।

মফিজনগর গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য কবির আলম বলেন, জাহাঙ্গীর দরিদ্র মানুষ। সকালে নৌকা নিয়ে জাল দিয়ে হাওরে মাছ ধরতে গিয়েছিল। বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। ঈদের দিনে তার মৃত্যুতে আনন্দের পরিবর্তে গ্রামে শোকের ছায়া বিরাজ করছে।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মফিজনগর গ্রামের একজনের মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত স্বর্ণের খনিতে শতাধিক শ্রমিকের মৃত্যু
লস অ্যাঞ্জেলেসের দাবানল ছড়িয়ে পড়েছে নতুন এলাকায়
বান্দরবানে স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর মৃত্যুদণ্ড
যুক্তরাষ্ট্রে দাবানলে পিছিয়ে গেল অস্কার আয়োজন