ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল মা-মেয়ের

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৮ জুন ২০২৪ , ০১:৩৯ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুৎপৃষ্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ জুন) বেলা ১১টার দিকে সদর উপজেলার মামুদপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত নূর বানু লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চরআবাবিল গ্রামে নুর মিয়ার স্ত্রী ও বিলকিস বেগম তার মেয়ে। তারা মামুদপুর এলাকায় গোলাপ মিয়ার বাড়িতে ভাড়া থাকতো এবং বাড়িওয়ালার অনুপস্থিতিতে বাড়িটি দেখে রাখতো।

বিজ্ঞাপন

এলাকাবাসী জানান, মা-মেয়ে দুজনেই বিভিন্ন বাসা বাড়িতে গৃহকর্মীর কাজ করে সংসার চালাতেন। বাড়িওয়ালা কুমিল্লায় বসবাস করাতে বাড়িটি দেখে রাখতেন তারা। সকালে বৃদ্ধ মা বাড়ির উঠান ঝাড়ু দেওয়ার সময় বিদ্যুতের তারের লিকেজে লোহার খুঁটিতে বিদ্যুৎ চলে আসে। এ সময় সে চিৎকার দিলে মেয়ে বিলকিস মাকে বাচাতে জড়িয়ে ধরলে সে-ও বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে  আশপাশের লোকজন এসে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করেন।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক রেজাউল জানান, মরদেহ দুটি উদ্ধারের পর পরিবার ও স্বজনরা বিনা ময়নাতদন্তের জন্য আবেদন করলে তাদের কাছে হস্তান্তর করা হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |