হাত-পা বাঁধা নারীর মরদেহ ভাসছিল নদীতে
পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদী থেকে হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যায় দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের পেড়ালবাড়ি মহন্তপাড়া এলাকায় করতোয়া নদী থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের ইউপি সদস্য সুজন আলী জানান, নদীতে মরদেহ দেখতে পেয়ে আমাকে স্থানীয় জনগন মুঠোফোনে কল করেন। পরে ঘটনাস্থলে গিয়ে আমি দেবীগঞ্জ থানা পুলিশে খবর দিই। পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।
পুলিশ জানায়, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় ওই নারীর হাত ও পা আলাদা আলাদা দুটি ওড়না দিয়ে বাঁধা ছিল। পুলিশের ধারণা ওই নারীকে হত্যার পর হাত-পা বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়ছে।
দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধারের পর এখন ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে। এখনও মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। আমরা ধারণা করছি এটি হত্যাকাণ্ড। হাত-পা ওড়না দিয়ে বাঁধা ছিল। সম্ভবত দুই-তিন দিন আগে তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন