• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বউ আনলেন রাজিব

আরটিভি নিউজ

  ২১ জুন ২০২৪, ০৯:০০

মায়ের স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়িয়ে নববধূকে বাড়িতে আনবেন ছেলে। সেই স্বপ্ন পূরণ করেছেন কিশোরগঞ্জের হোসেনপুরে রাজিব মিয়া নামের এক যুবক। তিনি উপজেলার জিনারী ইউনিয়নের চরকাটিহারী গ্রামের খালাশী বাড়ির সাহাবুদ্দিন সর্দারের ছেলে।

বৃহস্পতিবার (২০ জুন) বিকেল ৪টার দিকে বগুড়ার সোনাতলা থানার মধুপুর গ্রামের সাবেক ইউপি মেম্বার রেজাউল করিমের মেয়ে ডা. রুমানা আক্তারকে বিয়ে করে হেলিকপ্টারে করে বাড়িতে যান।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার চরকাটিহারী গ্রামের শাহাবুদ্দিন সর্দার ও সেলিনা আক্তার দম্পতির তিন ছেলে-মেয়ের মধ্যে সবার ছোট রাজিব মিয়া। মা সেলিনা আক্তার স্বপ্ন ছিল ছোট ছেলের বউ বাড়িতে আনবেন হেলিকপ্টারে চড়িয়ে। মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টারে করে নববধূকে বাড়িতে আনেন রাজিব।

বরের চাচাতো ভাই পারভেজ সর্দার বলেন, হেলিকপ্টারে চড়িয়ে বাড়িতে নববধূ এনেছি।

বরের মা সেলিনা আক্তার বলেন, রাজিব ছোট সন্তান। ছেলেকে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ে করানোর স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জিনারী ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান আমিনুল হক মাখন মৃধা বলেন, এক মায়ের স্বপ্ন পূরণ হয়েছে। এতে অনেক খুশি হয়েছি।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে ফিরেছেন আমিরাতে ক্ষমা পাওয়া ১৪ বাংলাদেশি
৩৬ হাজার টাকার জন্য ট্রিপল মার্ডার, অতঃপর...
বন্দরের প্রতিটি ঘাটে সরকার নির্ধারিত ভাড়ার চার্ট দৃশ্যমান করার নির্দেশ
আমার নেত্রী শেখ হাসিনার মতো পালিয়ে যায়নি: সাবেক এমপি হাবিব