ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ১৪ কি‌লো‌মিটার দীর্ঘ যানজট

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২২ জুন ২০২৪ , ০৫:৫২ পিএম


loading/img
ছবি : আরটিভি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত ১৪ কিলোমিটার সড়‌কে ধীরগতিতে চলাচল করছে যানবাহন। ফলে এ মহাসড়কের এলেঙ্গা থেকে ধলা‌টেংগর ও কামাক্ষা মোড় থেকে সেতুপূর্ব থানা পর্যন্ত তীব্র যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। যানজট স্বাভাবিক করতে কাজ করছে ট্রাফিক পুলিশ। তাদের দাবি, গাড়ি ধীরগ‌তিতে চললেও তেমন যানজট নেই।

বিজ্ঞাপন

তবে শ‌নিবার (২২ জুন) সকাল থে‌কে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে গণপ‌রিবহ‌নের চাপ বৃদ্ধি পেতে দেখা যায়। এর মধ্যে ভারী বৃষ্টি আর ফিট‌নেস‌বিহীন যানবাহন সড়‌কে বিকল হয়ে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, যানজটের কারণে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরাঞ্চলগামী যানবাহন এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত একমুখী চলাচল করছে। এ ছাড়া ঢাকাগামী যানবাহন বঙ্গবন্ধু সেতু পূর্ব পার থেকে ভূঞাপুর হয়ে এলেঙ্গা লিংক রোড দিয়ে চলাচল করছে। ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কের এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে ধলা‌টেংগর পর্যন্ত পাঁচ কি‌লো‌মিটার এবং গোহা‌লিয়াবাড়ীর কামাক্ষা মোড় হ‌তে বঙ্গবন্ধু সেতুপূর্ব পর্যন্ত ৩ কি‌লো‌মিটার অং‌শে যানজট ও ধীরগ‌তি রয়ে‌ছে। মহাসড়‌কের চার‌লেনের কাজের কার‌ণে জোকারচর এলাকায় ডাইভারসন থাকায় ওই অং‌শের দুই কি‌লো‌মিটারে থে‌মে থে‌মে যানজটের সৃ‌ষ্টি হ‌চ্ছে। এ ছাড়া মহাসড়‌কের যানবাহনের চাপ বেড়েছে। মহাসড়‌কের ধীর‌গ‌তি ও চাপ থাকায় ঢাকাগামী যানবাহনকে ভুঞাপুর-টাঙ্গাইল আঞ্চ‌লিক সড়‌ক দি‌য়ে ঘু‌রি‌য়ে দেওয়া হ‌চ্ছে। 

এ বিষয়ে কথা হয় কয়েকজন যাত্রীর সঙ্গে। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঈদ শেষ হ‌লেও গণপ‌রিবহ‌নে তিনগুণ ভাড়া বে‌শি আদায় করা হচ্ছে। প্রশাস‌নের নজরদারি না থাকায় ভাড়ায় নৈরাজ্য সৃ‌ষ্টি হয়েছে। বৃ‌ষ্টি থাকায় বাধ্য হ‌য়ে অনেকেই বা‌ড়তি ভাড়া দি‌য়ে হলেও ঢাকা যাচ্ছেন। 

বিজ্ঞাপন

যদিও যানজটের বিষয়ে এলেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফা‌ড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান বলেন, ‘বৃষ্টির কারণে যানবাহনে ধীরগতি ও অতিরিক্ত গাড়ির চাপে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। বিকল্প রাস্তায় যানবাহন ঢাকার দিকে যাচ্ছে। আর এলেঙ্গা থেকে উত্তরাঞ্চলের দিকে একমুখী গাড়ি চলাচল করছে। যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে ফেরাতে নিরলস কাজ করছে পুলিশ।’ 

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ওসি আশরাফ আলমগীর বলেন, ‘মহাসড়‌কে বৃ‌ষ্টির কার‌ণে যানবাহন চলাচ‌লে ধীরগ‌তি সৃষ্টি হয়েছে। ত‌বে স্বাভাবিক গ‌তি‌তে যানবাহন চলাচল কর‌ছে।’ 

উল্লেখ্য, ঈদ পরব‌র্তী মহাসড়‌কে যানবাহনের সংখ্যা বে‌ড়ে যাওয়ার সঙ্গে বে‌ড়ে‌ছে বঙ্গবন্ধু সেতুতে টোল আদা‌য়ের হার। গেল ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছে ২ কো‌টি ৬৭ লাখ ১৮ হাজার ৪০০ টাকা। ‌এ সময় সেতু‌তে পারাপার হ‌য়ে‌ছে ৩৯ হাজার ৬৫৩‌টি যানবাহন। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |