• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

কুড়িগ্রামে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা 

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ জুন ২০২৪, ০৮:৩৯
কুড়িগ্রামে নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা 
ছবি : আরটিভি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নেশার টাকা না পেয়ে বাধন (২৩) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২৮ জুন) দুপুরে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারি গ্রামের অষ্টমির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

বাধন ওই গ্রামের মোজাফফর হোসেনের ছেলে।

এলাকাবাসী জানায়, বাধন দীর্ঘদিন থেকে মাদক গ্রহণ করতেন। মাদক থেকে দূরে রাখতে তার বাবা ও এলাকাবাসী অনেক চেষ্টা করার পরও তাকে নেশা থেকে ফেরাতে পারেননি। শুক্রবার (২৮ জুন) সকালে বাড়িতে টাকা চায় বাধন। তার বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে ঘরে ঢুকে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বাধন। এ সময় বাড়ির লোকজন রশি কেটে বাধনকে মৃত্যুর হাত থেকে বাঁচায়। পরে দুপুরের দিকে নিজ ঘরের দরজা বন্ধ করে পুনরায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বাধন। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন।

তিনি বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আলাদা জীবন পেল জোড়া লাগানো দুই বোন নুহা ও নাবা
সোনাহাট স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক সমিতির আহ্বায়ক কমিটি 
কুড়িগ্রামে বাড়ছে শীতের তীব্রতা, তাপমাত্রা নামল ১৩.৬ ডিগ্রিতে
কুড়িগ্রামে বাড়ছে শীতের প্রকোপ, তাপমাত্রা নামল ১৫.৬ ডিগ্রিতে