• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo

পানছড়ির দুর্গম এলাকায় ৩ বিজিবির মানবিক সহায়তা

খাগড়াছড়ি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ জুন ২০২৪, ১৮:৩৬
পানছড়ির দুর্গম এলাকায় ৩ বিজিবির মানবিক সহায়তা
ছবি : আরটিভি

খাগড়াছড়ির পানছড়িতে ৩ বিজিবি লোগাং জোন সদর দপ্তর কর্তৃক লোগাং ইউপির দুর্গম এলাকা সনখোলা পাড়ায় ডেকোরেশন সামগ্রী এবং বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।

রোববার (৩০ জুন) বিকেলে ওই এলাকার অসহায়, হতদরিদ্র, অসুস্থ পাহাড়ি নারী-শিশুসহ সাধারণ জনসাধারণের মধ্যে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেন লোগাং জোন (৩ বিজিবি) এর মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. নাঈমুল মুশফিক নাঈম।

অপরদিকে এলাকার স্থানীয় বাসিন্দাদের চাহিদার প্রেক্ষিতে বিবাহ ও অন্যান্য অনুষ্ঠানে ব্যবহার করার জন্য ১০০টি চেয়ার, ১০টি টেবিল, ৯৩টি প্লেটসহ বিভিন্ন ডেকোরেশন সামগ্রী বিতরণ করেন অধিনায়ক পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন কমান্ডার লে. কর্ণেল এ কে এম আরিফুল ইসলাম, পিএসসি।

জনসাধারণের পক্ষে ডেকোরেশন সামগ্রী গ্রহণ করেন ইউপি সদস্য সতীশ চাকমা এবং কারবারি কুকুমনি চাকমা।

সেবা সামগ্রী প্রদান ও মেডিক্যাল ক্যাম্পেইন শেষে এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সকলকে আশ্বস্ত করেন ৩ বিজিবি, লোগাং জোন কমান্ডার লে. কর্ণেল এ কে এম আরিফুল ইসলাম, পিএসসি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস উল্টে আহত ২০
খাগড়াছড়ির দুর্গম এলাকায় জিপ উল্টে যুবক নিহত
দুর্বৃত্তের গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত, সড়ক অবরোধের ডাক
সীমান্ত থেকে ভারতীয় নাগরিকসহ আটক ২