• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

চলন্ত মালবাহী ট্রেনে উঠতে গিয়ে একজনের মৃত্যু

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ জুলাই ২০২৪, ১৪:১৩
চলন্ত মালবাহী ট্রেনে উঠতে গিয়ে একজনের মৃত্যু
ছবি : সংগৃহীত

নাটোরের নলডাঙ্গায় খুলনাগামী মালবাহী ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) সকালে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের উত্তর দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিক হোসেন (৪০) উপজেলার মাধনগরের ভট্টপাড়া গ্রামের জামাল হোসেনের ছেলে।

তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়রা জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্টেশন মাস্টার মো. ইমদাদুল হক মিলন।

তিনি বলেন, ‘নিহত ব্যক্তি চলন্ত মালবাহী ট্রেনে উঠতে গিয়ে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি সান্তাহার রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। তারা ঘটনাস্থলে এসে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত
পাবনার ঈশ্বরদীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত
সীতাকুণ্ডে মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, আটকা ২ ট্রেন