ঢাকামঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২০ নভেম্বর ২০২৪ , ০৩:৪৫ পিএম


loading/img
ছবি : আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (২০ নভেম্বর) দুপুরে সদর উপজেলার ছোটহরণ এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন মাস্টার মো. জসিমউদ্দিন। 

বিজ্ঞাপন

এ ঘটনায় আপলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

এ বিষয়ে রেলস্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন বলেন, দুপুরে ঢাকাগামী একটি মালবাহী ট্রেন সদর উপজেলার ছোটহরণ এলাকায় যাওয়ার পর ট্রেনটির একটি বগির দুইটি চাকা লাইনচ্যুত হয়। এতে করে আপলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। উদ্ধারকাজ সম্পন্নের পর পুনরায় আপলাইনে ট্রেন চালানো হবে। তবে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। 

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |