• ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
logo

চট্টগ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ০৩ জুলাই ২০২৪, ১৪:৪৮
চট্টগ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় স্ত্রী পারভিন আক্তারকে হত্যার দায়ে স্বামী মো. জামাল উদ্দীনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৩ জুলাই) চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত জামাল কু‌মিল্লার মুরাদনগরের জোনার আলীর ছেলে।

চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুর রশিদ জানান, ১৩ জনের সাক্ষীর ভিত্তিতে স্ত্রী পারভিন আক্তারকে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি জামাল উদ্দীনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানাসহ অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়।


মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালের ১৭ জানুয়ারি বাকলিয়া থানাধীন বাস্তুহারা দ্বিতীয় তলার মসজিদ গলিতে সাদেকা বেগমের ভাড়া বাসায় স্ত্রী পারভিন আক্তারকে স্বামী জামাল উদ্দীন হত্যা করেন। হত্যার পর জামাল স্ত্রী পারভিনকে বাসায় কম্বল পেঁচিয়ে খাটে রাখেন। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ দরজা ভেঙে পারভিনের মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্ত করা হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হওয়ার পর পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে বিচার শুরু হয়।

রাষ্ট্রপক্ষে ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও আসামি পক্ষে একজন সাফাই সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক