ঢাকাশনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে দুই বোনসহ তিনজনের মৃত্যু

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪ , ০৯:৪৬ পিএম


loading/img
প্রতীকী ছবি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা এলাকায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে দুই বোনসহ তিনজন মারা গেছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ জুলাই) বিকেল এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের বেগুনী পাড়া গ্রামের শাহাদাৎ হোসেনের দুই মেয়ে সুমাইয়া (১১), মাছুমা (৬) এবং নারায়ণপুর ইউনিয়নের ব্যাপারী পাড়া গ্রামের মৃত আব্দুর রহমান মুন্সির ছেলে সিরাজুল ইসলাম।

বিজ্ঞাপন

কচাকাটা থানার পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সুমাইয়া ও মাছুমা কলাগাছের ভেলা নিয়ে বাড়ির পাশে খালার বাড়িতে রওনা দেয়। এ সময় বাড়ির অদূরে সেচ পাম্পের টানানো তারে দুবোনের গলা জড়িয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

অপর দিকে প্রায় একই সময় নারায়নপুর ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামের সিরাজুল ইসলাম ভেলায় পাশের বাড়িতে যাওয়ার সময় বিদ্যুৎ সরবরাহের মেইন লাইনের তারে লাগে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পৃথক অপমৃত্যুর মামলা করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |