ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইউপিডিএফের বিক্ষোভ

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১০ জুলাই ২০২৪ , ০১:৩৬ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের বেতবুনিয়া বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি আইন বাতিলের ষড়যন্ত্রের অভিযোগে এই বিক্ষোভ সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন।

বুধবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১টার অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন তারা। 

বিজ্ঞাপন

এ সময় প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুপুর সোয়া ১২টার কর্মসূচি শেষ করলে সড়কে যান চলাচল ফের শুরু হয়।

তবে বিক্ষোভ সমাবেশের পর পুলিশ কয়েকধাপে নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেও সফল হয়নি। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাগবিতণ্ডা হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |