• ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
logo

উত্তপ্ত কক্সবাজার, কোটা আন্দোলনকারীদের ধাওয়ায় কোণঠাসা ছাত্রলীগ

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ জুলাই ২০২৪, ১২:৫৭
উত্তপ্ত কক্সবাজার, কোটা আন্দোলনকারীদের ধাওয়ায় কোণঠাসা ছাত্রলীগ
ছবি : সংগৃহীত

কক্সবাজার সরকারি কলেজের মূল ফটকের সামনে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে দুপক্ষ একে অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করছে। এ সময় কলেজের সামনে রাখা বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোটা সংস্কারের দাবিতে সকাল সোয়া ১০টা থেকে কক্সবাজার সরকারি কলেজের গেইটের সামনে ও লিংক রোডের সামনে সমবেত হন বিপুল সংখ্যক শিক্ষার্থী। সেখানে সমবেত হয়ে কোটা সংস্কারের দাবিতে নানা স্লোগান দেন তারা। এরপর ছাত্রলীগ এসে আন্দোলনকারীদের বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সরজমিনে দেখা যায়, ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করছে। এতে মুহূর্তেই পরিস্থিতি পাল্টে যায়। এক পর্যায়ে ধাওয়া খেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা সরকারি কলেজের গেটের ভেতরে অবস্থান নেন। পরে তারা গেইটের তালা লাগিয়ে ভেতর থেকে ইট ছুড়তে থাকেন। শিক্ষার্থীরাও পাল্টা ইট ছুড়তে থাকেন। পরে শিক্ষার্থীরা হল গেটে হামলা চালিয়ে লোহার গেটে ধাক্কা দিতে থাকেন। গেইটের সামনে থাকা মোটরসাইকেলগুলো ভাঙচুর করেন।

এ বিষয়ে এক ছাত্রলীগ নেতা বলেন, সাধারণ শিক্ষার্থীরা আমাদের ওপর আগে হামলা চালিয়েছে।

অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, ছাত্রলীগ তাদের ওপর প্রথম হামলা চালিয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, ‘হঠাৎ কিছু ছাত্র এসে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এর মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।’

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরিচ্ছন্ন কক্সবাজার গড়তে সহযোগিতা চাইলেন জেলা প্রশাসক
ভাইয়ের হাতে ভাই খুন, ঘাতক র‍্যাবের হাতে গ্রেপ্তার 
কক্সবাজার জেলা আওয়ামী লীগ নেতা রাশেদ গ্রেপ্তার
কক্সবাজার জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত