• ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
logo

জয়পুরহাটে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ৭

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ জুলাই ২০২৪, ১৫:২৪
সংঘর্ষ
ছবি: আরটিভি

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টা থেকে প্রায় দুই ঘণ্টা ধরে চলে এ সংঘর্ষ। এ ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও আন্দোলনকারীরা জানান, বৃহস্পতিবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলাকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা সকাল থেকে সড়ক অবরোধ করেন। সকাল সাড়ে ১০টার দিকে তারা জেলা শহরের বাজলা স্কুল থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের জিরো পয়েন্টে আসে।

সেখানে তারা অবস্থান নিলে পুলিশ তাতে বাধা দেয়। পরে বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা অগ্রসর হতে থাকলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের ৭ জন আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

জয়পুরহাট পুলিশ সুপার নূরে আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের আরও ৪ কর্মকর্তাকে গ্রেপ্তারের অনুমতি
পুলিশের ঊর্ধ্বতন ৮০ কর্মকর্তা বদলি
মিশরে বাস দুর্ঘটনায় ১২ মেডিকেল শিক্ষার্থী নিহত, আহত ৩৩
স্বামীর লাথিতে স্ত্রীর মৃত্যু