রাজবাড়ীর বালিয়াকান্দিতে ২৮৫ পুরিয়া হেরোইনসহ পার্বতী দাস (৩৫) ও তার ভাবি দিপা দাসকে (৩১) আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
শুক্রবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার বহরপুর ইউনিয়নের রেলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
পার্বতী দাস বালিয়াকান্দি সদর ইউনিয়নের মৌকুড়ী গ্রামের চৈতন্য দাসের স্ত্রী এবং দিপা দাস রাজবাড়ী সদরের বিনোদপুর গ্রামের কৃষ্ণ দাসের স্ত্রী।
বিজ্ঞাপন
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, শনিবার মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।