ঢাকারোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

কাপাসিয়ায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ০৯:১২ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় গত দুদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (২৭ জুলাই) দুপুরে এবং শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যা ৬টায় তাদের মৃত্যু হয়েছে।

নিহতরা হলো কাপাসিয়া উপজেলার ধামুয়ারচালা গ্রামের সাত্তারের ছেলে হাসিব মিয়া (৮), সম্মানিয়া ইউনিয়নের মফিজ মিয়ার ছেলে তরিকুল (১৬) ও একই গ্রামের আলতাফ হোসেনের ছেলে ফাহাদ (১৭)।

বিজ্ঞাপন

নিহত শিশু হাসিব মিয়ার ভাই জাকির হোসেন বলেন, হাসিব তার বন্ধুদের সঙ্গে দুপুরে ধামুয়ারচালা গ্রামের বাড়ির পাশে একটি ডোবায় সাঁতার কাটতে যায়। খেলার একপর্যায়ে শিশু হাসিব ডোবা থেকে উঠে দৌড়াদৌড়ি করে পাশের কৃষি জমিতে গেলে গর্তে পড়ে যায়। সম্প্রতি ওই জমি থেকে মাটি বিক্রি করায় গর্তটি গভীর ছিল। খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাসিবকে তুলে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবাসিক কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ নকিব তাকে মৃত ঘোষণা করেন।

এ দিকে কাপাসিয়া ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রহিম দেওয়ান বলেন, শুক্রবার দুপুরে কাপাসিয়ার মনোহরদী আঞ্চলিক সড়কে সম্মানিয়া ব্রিজের নিচে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ৫ থেকে ৭ জন বন্ধু ওই ব্রিজের নিচে গোসল করতে যায়। পানিতে গোসল করার সময় তরিকুল ও ফাহাদ পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করার চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যায় তাদেরও উদ্ধার করে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |