• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

জামিনে কারামুক্ত আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ইসমাইল 

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩১ জুলাই ২০২৪, ১৩:৪৫
জামিনে কারামুক্ত হলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ইসমাইল 
ছবি : সংগৃহীত

বিশ দিন পর জামিনে কারামুক্ত হয়েছেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেন (৩৫)।

মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় জামিন লাভের পর তিনি ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে কারামুক্ত হন।

এ দিন দুপুরে ময়মনসিংহ জেলা জজ আদালতে মামলার শুনানি শেষে বিজ্ঞ বিচারক মমতাজ বেগম এ অন্তর্বর্তীকালিন জামিন মঞ্জুর করেন।

বুধবার (৩১ জুলাই) জামিনের সত্যতা নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট এ কে এম মাইনুল হক মিলন।

তিনি বলেন, বাদীর অভিযোগে সঙ্গে ভিকটিমের জবানবন্দি সাংঘর্ষিক। মূলত, ভিকটিম ইসমাইলের দ্বিতীয় স্ত্রী। ষড়যন্ত্রমূলকভাবে একটি মহলের প্ররোচণায় এ মামলাটি দায়ের করা হয়েছে। তবে মামলার শুনানি শেষে আদালতে বিজ্ঞ বিচারক আমার মোয়াক্কেলকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন।

এ দিকে জামিন লাভের পর ইসমাইলকে কারাগার ফটকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন তার সহকর্মী ও স্বজনরা।

এর আগে গত ১০ জুলাই ভিক্টিম কিশোরীর মা বাদী হয়ে ইসমাইলকে আসামি করে হালুয়াঘাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে ওইদিনই আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

উল্লেখ্য, আলোচিত ঈসমাইল হোসেন হালুয়াঘাট উপজেলার কালিয়ানীকান্দা গ্রামের বাসিন্দা মো. সুরুজ আলীর ছেলে। তার দ্বিতীয় স্ত্রী ছাড়াও প্রথম স্ত্রীসহ দুটি সন্তান রয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কনটেন্ট ক্রিয়েটর কাফির ‘নিখোঁজ বিজ্ঞপ্তি’
রাজনীতিতে যোগ দিলেন তাসনিম জারা, চাইলেন পরামর্শ-সমর্থন 
শিক্ষার্থীদের কাছে নিরাপত্তা চাইলেন কনটেন্ট ক্রিয়েটর কাফি
ধর্ষণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ইসমাইলকে আদালতে প্রেরণ