• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

পরশুরামে মুহুরী নদীর বাঁধে ভাঙন, লোকালয়ে ঢুকছে পানি

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০২ আগস্ট ২০২৪, ২৩:০৬
পরশুরামে মুহুরী নদীর বাঁধে ভাঙন, লোকালয়ে ঢুকছে পানি
ছবি : আরটিভি

গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা উজানের পানির চাপে ফেনীর মুহুরী নদীর পানি আবারও বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত মাসে বন্যার ক্ষয় ক্ষতি কাটিয়ে না উঠতেই আবারও বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা।

শুক্রবার (২ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, ফুলগাজী বাজারেও হাঁটু পরিমাণ পানি উঠেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। যানবাহন চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

স্থানীয়রা বলছেন, টানা বৃষ্টির কারণে মুহুরী নদী, কহুয়া নদী ও সিলোনীয়া নদীতে পানি বাড়তে শুরু করেছে। পরশুরামের শালধর এলাকায় পাহাড়ি ঢলে আবারও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। শুক্রবার ভোরে একই স্থানে ভেঙে পানি ঢুকতে দেখা যায়। পানি উন্নয়ন বোর্ড বন্যা পরবর্তী ভাঙনকৃত স্থানগুলো নামমাত্র মেরামত করায় আবারও এই ভাঙনের সৃষ্টি হয়েছে। বার বার ফুলগাজী ও পরশুরামের মানুষ নদীর বাঁধ ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থায়ী টেকসই বাধ নির্মাণের দাবি করে আসছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।

এ দিকে ফেনী শহরেও রাস্তাঘাটে হাঁটু পরিমাণ পানিতে যান চলাচলে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেনীর মুহুরী নদীর পানি বিপৎসীমার নিচে
ফেনীর পরশুরামে বন্যায় ৭০ গ্রাম প্লাবিত, দুর্ভোগ চরমে
ফেনীতে নদীর পানি বিপৎসীমার ওপরে, ১৫ গ্রাম প্লাবিত
গুথুমা চৌমুডী ইসলামিয়া মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান