ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

ফেনীর মুহুরী নদীর পানি বিপৎসীমার নিচে

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪ , ১২:৪১ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বাড়ছে এবং ফের জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বলে শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়ে। তবে খবরটি পুরোপুরি সত্য নয় এবং আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, বৃষ্টির কারণে নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে, আতঙ্কিত হওয়ার মতো কিছু নয়। মুহুরী নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপৎসীমার ৩৫০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম বলেন, নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

বিজ্ঞাপন

এর আগে, ভারতীয় উজানের পানির কারণে এই বন্যার সৃষ্টি হয়। সর্বশেষ গত আগস্টের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত তৃতীয় দফার বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ফেনীর সবকটি উপজেলা। পানিবন্দি ছিল ১২ লক্ষাধিক মানুষ। বন্যায় ২৯ জনের প্রাণহানি হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |