ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

সৈয়দপুরে মোমবাতি জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৩ আগস্ট ২০২৪ , ১১:২৯ পিএম


loading/img
ছবি : আরটিভি

নীলফামারীর সৈয়দপুরে মোমবাতি জ্বালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। এতে শহরের প্রায় কয়েকশ’ শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন।
 
শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় শিক্ষার্থীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় স্মৃতিসৌধের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। 

বিজ্ঞাপন

এর আগে, শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে শহরে জড়ো হতে থাকেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় স্মৃতিসৌধে সমবেত হয়ে বিক্ষোভ করেন। এ সময় তাদেরকে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

একইসঙ্গে অবিলম্বে গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তি, দমন-পীড়ন বন্ধ, কারফিউ তুলে নেওয়া, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী প্রত্যাহার, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়াসহ হত্যার সঙ্গে জড়িত সবার পদত্যাগেরও দাবি জানান তারা।

বিজ্ঞাপন

এ বিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, বিক্ষোভে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের বিক্ষোভ শেষ করেছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |