• ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

নড়াইলে বাসচাপায় প্রাণ গেল নারী মোটরসাইকেল আরোহীর

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ আগস্ট ২০২৪, ১৫:৩৩
ছবি : আরটিভি

নড়াইলের সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আয়েশা সুলতানা (২২) নামে এক নারী মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বউবাজার এলাকায় যশোর-নড়াইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়েশা সুলতানা যশোরের খাজুরা এলাকার মালয়েশিয়া প্রবাসী ফরহাদুল ইসলামের স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকেলে যশোরের খাজুরা থেকে মোটরসাইকেলে নড়াইলের চাঁচড়া এলাকায় এক আত্মীয়ের বাসার উদ্দেশ্যে রওনা দেন আয়েশা সুলতানা। এ সময় তার সঙ্গে ছিলেন তার ভাইয়ের ছেলে হুমায়ুর রহমান। আত্মীয় বাড়িতে যাওয়ার আগে মিষ্টি কেনার জন্য নড়াইল শহরে আসে। মিষ্টি কিনে ফেরার পথে বউবাজার এলাকায় একইদিকে যাওয়া একটি বাসকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান আয়েশা। তবে তার পেছনের বসা হুমায়ুর সড়কের পাশে পড়ে আহত হন।

এ বিষয়ে নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডোবা থেকে প্রতিবন্ধী ভ্যানচালকের মরদেহ উদ্ধার
মানবিক বাংলাদেশ গড়তে চাই, যেখানে বৈষম্য থাকবে না: জামায়াত আমির 
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, হেলপারের মৃত্যু
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিরাপত্তা কর্মী নিহত, ৪ বাসে আগুন