• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

সম্পত্তির জন্য মাকে ঘরবন্দি রেখেছিল সন্তানরা, সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার

আরটিভি নিউজ

  ১৬ আগস্ট ২০২৪, ১৮:১৮
বৃদ্ধ মাকে ঘরবন্দি রাখার অপরাধে সন্তানরা কান ধরে ক্ষমা প্রার্থনা করেন। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় সম্পত্তির জন্য জাহানারা বেগম (৭০) নামে এক বৃদ্ধ মাকে তিনমাস যাবৎ ঘরে বন্দি করে রেখেছিল তার সন্তানরা। খবর পেয়ে শুক্রবার (১৬ আগস্ট) সকালে সেনাবাহিনী তাকে উদ্ধার করে। এ সময় তার ৮ সন্তানকে আটক করা হয়।

জানা যায়, জাহানারা বেগমের ৯ ছেলে ও তিন মেয়ে মায়ের কাছ থেকে সম্পত্তি নেওয়ার জন্য এই কাণ্ড করেন। পরে খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল গোর্কণঘাট এলাকায় অভিযান চালিয়ে জাহানারা বেগমকে উদ্ধার ও তার ৮ সন্তানকে আটক করে। এ সময় আটক সন্তানরা তার মায়ের কাছে ক্ষমা চান। পরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. ফারুক আহামেদ মুচলেকা দিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে যান।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদে থাকা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের ইনচার্জ ৩৩ বীরের ওয়ারেন্ট অফিসার দিদারুল আলম দিদার জানান, সম্পত্তির জন্য জাহানারা বেগমকে তিনমাস বন্দি করে রাখা হয়েছিল। পাশাপাশি তাকে মারধর, নিয়মিত খাবার না দেওয়া ও হত্যার হুমকি দিয়ে আসছিল। পরে ভুল বুঝতে পারায় এবং জাহানারা বেগমের অনুরোধে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেনাবাহিনীর পক্ষ থেকে কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ
পানিবন্দি পর্যটন শহর কক্সবাজার, জনভোগান্তি
এস আলমের সব সম্পত্তি জব্দ চেয়ে আইনি নোটিশ
সেনাবাহিনীর আরও দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর