• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

নোয়াখালীর সোনাইমুড়ী কলেজের অধ্যক্ষের পদত্যাগ

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ আগস্ট ২০২৪, ২৩:২৬
ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেছেন নোয়াখালীর সোনাইমুড়ী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম পাটোয়ারী।

শনিবার (১৭ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

এতে বলা হয়েছে, আমি নিম্ন স্বাক্ষরকারী শহিদুল ইসলাম পাটোয়ারী অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল রোববার (১৮ আগস্ট) থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শওকত আলী দায়িত্ব পালন করবেন। রোববার থেকে কলেজের শ্রেণি কার্যক্রম যথারীতি চলবে। সরকারি নির্দেশনা অনুযায়ী সব শিক্ষার্থীকে ক্লাসে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হলো। এছাড়া সংশ্লিষ্ট সবাইকে নিজ দায়িত্ব যথাযথ পালনের জন্য অনুরোধ করা হলো।

জানা যায়, জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন শিক্ষার্থীরা ফেসবুক প্রফাইল লাল করায় কুরুচিপূর্ণ মন্তব্য করেন শহিদুল ইসলাম পাটোয়ারী। তিনি কলেজের বিভিন্ন ফেসবুক গ্রুপে আন্দোলনের পোস্ট করায় শিক্ষার্থীদের মামলার ভয় দেখান। বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া, শিক্ষার্থীদের সঙ্গে ইনবক্সে আপত্তিকর চ্যাট করা, বিভিন্ন সময় শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ করাসহ বিভিন্ন অভিযোগে বেশ কিছুদিন ধরে তার পদত্যাগের দাবি করে আসছে কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লাকড়ি আনতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু
২১ মামলার আসামি কাদের মির্জার সহচর পিচ্চি মাসুদ গ্রেপ্তার
নোয়াখালীর এক উপজেলায় ২০ ইটভাটা, বন্ধের দাবিতে মানববন্ধন
মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আরও ২