• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

বেগম জিয়ার জন্মদিনে সোনারগাঁয়ে মিলাদ মাহফিল

সোনারগাঁও প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৮ আগস্ট ২০২৪, ১২:৪৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে তার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত-আহতদের স্মরণেও এ সময় দোয়া মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান।

তিনি বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা দেশের দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। এ স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে। এ সময় তিনি সংখ্যালঘুদের বাড়ি-ঘরে যাতে কোনো আক্রমণ না হয় সে বিষয় নেতাকর্মীদের নির্দেশনা দেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দিক, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মেম্বার, নোয়াগাঁ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মামুন ফকির, নোয়াগাঁও ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়ার রহমানযুগ্ন আহ্বায়ক আতাউর রহমান, নোয়াগাঁও ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি কবির হোসেনসহ নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা। এ সময় মিলাদ মাহফিল পরিচালনা করেন মোজাম্মেল হক সোহেল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক।

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যোগ দিয়েই ছাত্র আন্দোলনে শহীদ গণির বাড়িতে ছুটে গেলেন ডিসি
বাবা হলেন ছাত্র আন্দোলনে নিহত রনি
আন্দোলনে আহতদের সুচিকিৎসা সর্বোচ্চ অগ্রাধিকার: স্বাস্থ্য উপদেষ্টা
চব্বিশের আন্দোলনকারীদের প্রকাশ্যে ‌‌‌‘টোকাই’ বলে আ.লীগ নেতার কটাক্ষ