ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

রাঙ্গামাটি-বান্দরবান সড়কে যান চলাচল বন্ধ

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৮ আগস্ট ২০২৪ , ০৪:৪৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

গত কয়েক দিনের ভারী বর্ষণে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি-ঘাগড়া সড়কের কুকিমারা এলাকায় মাটি ধসে গিয়ে বন্ধ হয়ে গেছে যান চলাচল। এতে শনিবার বিকেল থেকে রাঙ্গামাটি জেলার সঙ্গে বান্দরবান জেলার যাতায়াত বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

খবর পাওয়ার পর রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগ রোববার (১৮ আগস্ট) সকাল থেকেই সড়ক সংস্কারের কাজে নেমেছে।

সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, রোববার সকাল থেকে মাটি ভরাট করে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। বিকেলের মধ্যেই যান চলাচল শুরু চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন জানান, সড়কটির ভেঙে যাওয়ায় আপাতত বড়ইছড়ি-ঘাগড়া সড়কে যান চলাচল বন্ধ আছে। ইতোমধ্যে সড়কটির কাজ শুরু করার বিষয়ে রাঙ্গামাটি সড়ক ও জনপদ অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ হয়েছে। সড়ক মেরামত শেষ হলে আবারও যান চলাচল স্বাভাবিক হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |