• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

নওগাঁয় ১০ কেজি গাঁজাসহ চোরাকারবারি আটক

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ আগস্ট ২০২৪, ২০:৩১
ছবি : আরটিভি

নওগাঁ শহরের চক মুক্তার দয়ালের মোড় এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজার চালানসহ ১ চোরাকারবারিকে আটক করেছে সদর থানা পুলিশ।

বুধবার (২১ আগস্ট) দুপুরে এ অভিযান চালানো হয়। পরে বিকেলে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ।

আটক মাদক চোরাকারবারি মো. সাবু (৩২) নওগাঁ সদর উপজেলার বক্তারপুর কালুপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক ওয়াদুদের নেতৃত্বে এস আই আব্দুল মান্নান দুপুরে সঙ্গীয় ফোর্সসহ দয়ালের মোড়ে অভিযান পরিচালনা করেন। এ সময় সড়কে সন্দেহজনকভাবে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডগামী ব্যাটারি চালিত একটি অটোরিকশা দাঁড় করানোর সংকেত দিলে গাড়িতে যাত্রী সেজে বসে থাকা দুই যুবক পালানোর চেষ্টা করে। এসময় সাবুকে আটক করা হয়। পরে অটোরিকশায় তল্লাশি চালিয়ে বস্তায় লুকিয়ে বহনকরা গাঁজাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা বলে ধারণা পুলিশের।

নওগাঁ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের সার্বিক নির্দেশনায় মাদক নির্মূলসহ আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গাঁজা উদ্ধার ও চোরাকারবারী আটকের ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাড়ির উঠানে গাঁজার চাষ, আটক ১ 
নওগাঁয় গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার পেল আর্থিক সহায়তা
নওগাঁ প্রেস ক্লাবের আহ্বায়ক বুলবুল, সদস্যসচিব জয়
ডাকাতির সময় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৭