ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

১৭ স্পিডবোট নিয়ে ফেনীর বন্যাকবলিতদের উদ্ধারে চাঁদপুরের শিক্ষার্থীরা

আরটিভি নিউজ

শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪ , ১০:৩০ এএম


loading/img
ছবি : সংগৃহীত

ফেনীর বন্যাকবলিত মানুষদের উদ্ধার করতে চাঁদপুর থেকে শিক্ষার্থীরা ১৭টি স্পিডবোট নিয়ে গেছেন। সঙ্গে অন্তত ৫০ শিক্ষার্থী স্বেচ্ছাসেবক হিসেবে আছেন।

বিজ্ঞাপন

বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তারা ১৭টি স্পিডবোট ডাকাতিয়া নদী থেকে তুলে ট্রাকে করে নিয়ে এসেছেন।

চাঁদপুরের বাসিন্দা ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী তানভীর হোসেন বলেন, আমরা বেশ কিছু শিক্ষার্থী ফেনীতে বন্যায় আটকেপড়া লোকজনকে উদ্ধার করতে চাঁদপুর থেকে এ পর্যন্ত ১৭টি স্পিডবোট ভাড়া করেছি। সবকটি ট্রাকে তুলে ফেনীতে পাঠানো হয়েছে। তবে প্রতিটি স্পিডবোটকে প্রতিদিন ভাড়া হিসেবে দিতে হচ্ছে ১০ হাজার টাকা করে। আমাদের এ কাজে সহায়তা করছে রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

বিজ্ঞাপন

চাঁদপুর বড়স্টেশন খেয়াঘাটের স্পিডবোটের চালক নাজমুল মল্লিক বলেন, শিক্ষার্থীসহ অন্য অনেকেই বন্যায় আটকেপড়াদের উদ্ধারে স্পিডবোট ভাড়া নিচ্ছেন। প্রতিটি বোটের ভাড়া প্রতিদিন ১০ হাজার টাকা পড়ছে।

এ ছাড়া চাঁদপুর থেকে ট্রাকে করে আনা-নেওয়া, প্রতিদিন উদ্ধারকাজ চালানো ও চালকের খরচ ভাড়া নেওয়া ব্যক্তিরাই বহন করছেন বলেও জানান তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |