• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী আটক

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ আগস্ট ২০২৪, ১৭:৫৭
স্বামীকে হত্যার দায়ে স্ত্রী আটক
ছবি : আরটিভি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অণ্ডকোষ চেপে ধরে স্বামী ইসমাইল হোসেন (৪৫) হত্যার অভিযোগে স্ত্রীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের পূর্ব শালমারা গ্রামে বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন ওই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

শুক্রবার (২৩ আগস্ট) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী।

আটক নিহতের স্ত্রী ইতিমনি (৩০) লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুরাকুটি পূর্বপাড়া গ্রামের জগদীশের মেয়ে।

স্থানীয়রা জানান, ১২ বছর আগে ধর্মান্তরিত হয়ে ইতিমনি নাম ধারণ করে ইসমাইল হোসেনকে বিবাহ করেন মায়া রানী। বিয়ের কয়েক বছর পর ইতিমনি আরেক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এরপর থেকে বিভিন্ন জনের কাছে টাকা ঋণ করে পরকীয়া প্রেমিকের কাছে জমা করেন। সেই ঋণ পরিশোধ করতে স্বামী ইসমাইলকে চাপ প্রয়োগ করায় চরমভাবে তাদের সম্পর্কের অবনতি ঘটে।

বৃহস্পতিবার রাতে টাকা নিয়ে তাদের মধ্যে বিবাদ সৃষ্টি হলে ইতিমনি প্রথমে তার স্বামী ইসমাইলকে দা দিয়ে আঘাত করে। ইসমাইলের চিৎকার শুনে স্থানীয়রা এসে উদ্ধার করে তাদের আপস করে দিয়ে চলে যান। এরপর দ্বিতীয় দফায় স্বামীর অণ্ডকোষ (গোপনাঙ্গ) হাত দিয়ে চাপ দিয়ে ধরলে ইসমাইলের মৃত্যু হয়। পরে স্থানীয়রা এসে ইতিমনিকে আটক করে পুলিশে সোপর্দ করেন। রাতেই থানা পুলিশ ইসমাইলের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহতের ভাই জাহাঙ্গীর আলম বলেন, ‘ইতিমনি পরকীয়া করতো। সেটাতে বাধা দেওয়ায় সে আমার ভাইকে হত্যা করেছে। আমরা মামলা করবো।’

এ বিষয়ে আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী বলেন, ‘নিহতের স্ত্রী ইতিমনিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘুরতে গিয়ে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৩ জনের মৃত্যুদণ্ড
যুবকের মরদেহ উদ্ধার, স্ত্রী আটক
ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
ফেনসিডিলসহ যুবলীগ নেতার স্ত্রী আটক