ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

নোয়াখালীতে জেলা বিএনপির ত্রাণ বিতরণ  

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪ , ০৯:৪১ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।    

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত নোয়াখালী পৌরসভার ৯টি ওয়ার্ডের পাঁচ হাজার পরিবারের মাঝে তিনি এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। 

এ সময় বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান বলেছেন, বৃহত্তর নোয়াখালী সব পানির নিচে। বিগত সরকার পানি নিষ্কাশনের জন্য কোটি কোটি টাকা খরচ করেছে। কিন্তু পানি কি নামে। এটা কি নদীর জোয়ারের পানি? এটা ইন্ডিয়ার পানি। জোয়ারের পানি আসছে আবার নেমে যায়। বৃষ্টির পানি রোদ না হলে সহজে নামবে না। 

বিজ্ঞাপন

এ সময় তিনি আশ্রয়কেন্দ্রে আসা মানুষের বিএনপির দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে সর্বাত্মক সাহায্য করার আশ্বাস দেন।    

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী শহর বিএনপির সভাপতি আবু নাছের ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |