• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

জয়পুরহাটে দেয়াল ধসে কৃষকের মৃত্যু 

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ আগস্ট ২০২৪, ২১:৫৫
জয়পুরহাটে দেয়াল ধসে কৃষকের মৃত্যু 
ছবি : আরটিভি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দেওড়া গ্রামে বৃষ্টির কারণে মাটির দেয়াল ধসে আবুল হোসেন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হোসেন একই গ্রামের তছের আলী জোয়ারদার ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য উজ্জল কুমার সাহা।

স্থানীয়রা জানান, গত কয়েকদিনের বৃষ্টিতে দেওড়া গ্রামের কৃষক আবুল হোসেনের বাড়ির দেয়াল নরম হয়ে পড়ে। শনিবার ভোরে তিনি ওজু করার জন্য বাড়ির টিউবওয়েলে যান। এ সময় বৃষ্টিতে নরম হওয়া সেখানকার দেয়াল হঠাৎ করে তার ওপর ধসে পড়লে তিনি চাপা পড়েন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাঁচবিবি সীমান্তে ফাঁকা গুলি ছুড়ল বিএসএফ
শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ লেখায় সড়ক অবরোধ
পাঁচবিবিতে ২ ট্রাক্টরের সংঘর্ষ, নিহত ১
জয়পুরহাটে আলু খেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার