ঢাকাবুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৮ আগস্ট ২০২৪ , ১২:১৮ পিএম


loading/img
ছবি: আরটিভি

লক্ষ্মীপুরে বন্যার পানি কিছুটা কমতে শুরু করলেও মঙ্গলবার (২৭ আগস্ট) রাত থেকে টানা বৃষ্টির কারণে আবারও পরিস্থিতির অবনতি হয়েছে।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ জনপদ, ফসলি জমি ও ব্যবসা-প্রতিষ্ঠান। পানিবন্দি প্রায় আট লাখ মানুষ। অতিরিক্ত পানির কারণে দুর্গম এলাকার গ্রামীণ অভ্যন্তরীণ পাকারাস্তাগুলোতে চলাচলের উপায় নেই। এতে সেখানকার পানিবন্দি মানুষদের মধ্যে ত্রাণ পৌঁছানও যাচ্ছে না। এমনকি ওইসব এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির সংকট।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত ২৭ হাজার ৭০০ মানুষ আশ্রয়ণকেন্দ্রে আশ্রয় নিয়েছে। কিছু মানুষ আত্মীয়-স্বজনদের বাড়িতে ঠাঁই নিয়েছে। তবে বন্যায় পানিবন্দি অধিকাংশ মানুষ চুরি-ডাকাতির ভয়ে বাড়িঘর ছাড়ছে না।

জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, জেলার বন্যাদুর্গত এলাকার বাসিন্দাদের জন্য ৭০০ মেট্রিক টন চাল এবং নগদ ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া শিশু খাদ্যের জন্য ৫ লাখ ও গো-খাদ্যের জন্য ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ৫০৯ মেট্রিক টন চাল ও ১৬ লাখ টাকা ত্রাণ বিতরণ করা হয়েছে। তবে বন্যাকবলিত এলাকায় এই বরাদ্দ পর্যাপ্ত নয়। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আরও ৩০ লাখ টাকার চাহিদা পাঠানো হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |