• ঢাকা মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১
logo

আজমিরীগঞ্জে পূর্ববিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষ

আরটিভি নিউজ

  ২৮ আগস্ট ২০২৪, ২৩:৫৭
ছবি : সংগৃহীত

হবিগঞ্জের আজমিরীগঞ্জে পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের বনগজে এ ঘটনা ঘটে। আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের বনগজ পাড়ার সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হান্নান মিয়া চৌধুরীর সঙ্গে একই এলাকার বাসিন্দা ও তারই আত্মীয় ওয়াহেদ মিয়ার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।

বুধবার সকালে হান্নান মিয়ার বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালে ওয়াহেদ মিয়ার লোকজনের সঙ্গে হান্নান মিয়ার লোকজনের বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়। এ সময় স্থানীয়রা সংঘর্ষ থামাতে গেলে চারজন স্থানীয় বাসিন্দা আহত হয়।

শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলীউর রহমান তালুকদার জানান, দুই পক্ষের পূর্ববিরোধ ছিল। বুধবার হান্নান মিয়ার বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালে বাগবিতণ্ডা ও হাতাহাতির জেরে তাদের মধ্যে সংঘর্ষ বাধে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ডালিম আহমেদ গণমাধ্যমকে বলেন, তাদের মধ্যে পূর্ববিরোধ ছিল। বুধবার দুপুরে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই পক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষ
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশত
হবিগঞ্জে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২
এক যুবকের সঙ্গে ২ ভাবির পরকীয়া, দেখে ফেলায় দেবর খুন