হবিগঞ্জের আজমিরীগঞ্জে পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের বনগজে এ ঘটনা ঘটে। আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের বনগজ পাড়ার সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হান্নান মিয়া চৌধুরীর সঙ্গে একই এলাকার বাসিন্দা ও তারই আত্মীয় ওয়াহেদ মিয়ার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।
বুধবার সকালে হান্নান মিয়ার বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালে ওয়াহেদ মিয়ার লোকজনের সঙ্গে হান্নান মিয়ার লোকজনের বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৬ জন আহত হয়। এ সময় স্থানীয়রা সংঘর্ষ থামাতে গেলে চারজন স্থানীয় বাসিন্দা আহত হয়।
শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলীউর রহমান তালুকদার জানান, দুই পক্ষের পূর্ববিরোধ ছিল। বুধবার হান্নান মিয়ার বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালে বাগবিতণ্ডা ও হাতাহাতির জেরে তাদের মধ্যে সংঘর্ষ বাধে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ডালিম আহমেদ গণমাধ্যমকে বলেন, তাদের মধ্যে পূর্ববিরোধ ছিল। বুধবার দুপুরে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।