চট্টগ্রামের রাউজান উপজেলায় এক শ্রমিকলীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আব্দুল মান্নান (৩২) নামে ওই শ্রমিকলীগ নেতা রাঙ্গামাটির কাউখালী উপজেলার বাসিন্দা ছিলেন।
বুধবার (২৮ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কাউখালী থানার ওসি রাজিব চন্দ্র কর।
নিহত শ্রমিকলীগ নেতা বেতবুনিয়া ইউনিয়নের ডাকবাংলো পুরানবস্তি এলাকার মৃত কবির আহম্মদের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান নিজ বাড়ি থেকে চট্টগ্রামের রাউজান উপজেলা শহরের জলিল নগর বাসস্ট্যান্ড এলাকায় যান। এ সময় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে অটোরিকশায় তুলে নিয়ে রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের গুইয়াতল এলাকায় ফেলে চলে যায়।
পরে স্থানীয়রা আব্দুল মান্নানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল থেকে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে ওসি রাজিব চন্দ্র কর বলেন, ‘ঘটনাটি যেহেতু রাউজান থানায় ঘটেছে। এজন্য সংশ্লিষ্ট থানা এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেবে।’