শেখ হাসিনার ওপর আল্লাহর গজব পড়েছে: দুলু

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪ , ০৭:৪২ পিএম


শেখ হাসিনার ওপর আল্লাহর গজব পড়েছে: দুলু
ছবি: আরটিভি

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ছাত্র-জনতা বা বিএনপির আন্দোলনে নয়, শেখ হাসিনার ওপর আল্লাহর গজব পড়েছে। সেই গজবে শেখ হাসিনা পালিয়ে গেছে। ছাত্র-জনতা বা বিএনপির আন্দোলন ছিল সেই গজবের উছিলা মাত্র।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমনিরহাটের হাতীবান্ধা অডিটরিয়াম হলরুমে বিএনপির এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, আওয়ামী লীগের চেয়ে জাতীয় পার্টি বড় অপরাধী। কারণ আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে গত ১৬ বছর সহযোগিতা করেছে জাতীয় পার্টি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের রাষ্ট্রীয়ভাবে শহীদ ঘোষণাসহ বীরের মযার্দা দেয়া হবে।

এ সময় তিনি আগামী দুর্গাপূজায় আওয়ামী লীগ যেন বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেদিকে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেনের সভাপতিত্বে কর্মিসভায় অন্যান্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, জেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মমিমুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, হাতীবান্ধা বিএনপির সদস্য সচিব আফজাল হোসেন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission