ঢাকারোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

গাজীপুরে রিসোর্ট থেকে কুমির উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪ , ১০:৫২ পিএম


loading/img
ছবি : আরটিভি

গাজীপুরের পাখির স্বর্গ রিসোর্ট থেকে অবৈধভাবে আটকে রাখা নোনা পানির কুমির উদ্ধার করেছে বন বিভাগ। ওই রিসোর্টের মালিক জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি আ স ম আব্দুর রব। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মহানগরের নীলেরপাড়া এলাকার পাখির স্বর্গ রিসোর্টে অভিযান চালিয়ে কুমিরটি উদ্ধার করা হয়।

বন বিভাগ জানায়, বন্যপ্রাণী নিয়ে কাজ করে এমন একটি সংগঠনের মাধ্যমে ঢাকা বন বিভাগ জানতে পারে পাখির স্বর্গ রিসোর্টে একটি কুমির রয়েছে। কুমিরটির বয়স আনুমানিক ২০ বছর। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গাজীপুর সাফারি পার্কের বন্যপ্রাণী কর্মকর্তা-কর্মচারীসহ সেভ ওয়াইল্ড লাইফ এবং নেচারের (সোয়ান) সদস্যরা কুমিরটি উদ্ধার করেন। বন্যপ্রাণী আইন অনুযায়ী নোনা পানির কুমির কোথাও রাখা যাবে না। এখান থেকে যে কুমিরটি উদ্ধার করেছি এটি নোনা পানির কুমির। কুমিরটি ওই রিসোর্টে প্রায় ২০ বছর ধরে অবৈধভাবে আটকে রাখা হয়েছিল। উদ্ধার করা কুমিরটি গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বিচরণের জন্য ছেড়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সেভ ওয়াইল্ডলাইফ এবং নেচারের (সোয়ান) সভাপতি আদনান আজাদ বলেন, গোপন সূত্রে খবর পেয়ে খোঁজ নিয়ে পাখির স্বর্গ রিসোর্টে অবৈধভাবে একটি কুমির আটকে রাখা হয়েছে। বিষয়টি বন বিভাগকে অবগত করার পর তাদের সহযোগিতায় মঙ্গলবার কুমিরটি উদ্ধার করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সকাল থেকে অভিযান চালিয়ে পাখির স্বর্গ রিসোর্ট থেকে একটি কুমির উদ্ধার করা হয়েছে। এটি একটি স্ত্রী কুমির। বিকেলে এটিকে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের কুমির বেষ্টনীতে এটাকে অবমুক্ত করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |