• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

জিনের বাদশা পরিচয়ে প্রতারণা, আটক ৩

ঝিনাইদহ প্রতিনিধি

  ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৬

ঝিনাইদহে জিনের বাদশা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ৩ জনকে আটক করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে শহরের ধোপাঘাটা ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সমসপাড়া গ্রামের নুর আলম, মামুন হোসেন ও সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, গত ১ সেপ্টেম্বর সদর উপজেলার পোড়াহাটি গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে মোবাইলে জিনের বাদশা পরিচয় দিয়ে একটি চক্র প্রতারণা শুরু করে। স্বামী ও সন্তানের ক্ষতির ভয় দেখিয়ে ওই নারীর কাছ থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি।

বুধবার ওই ভুক্তভোগীর কাছে স্বর্ণের গয়না চাইলে তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। ওই নারীর স্বর্ণালংকার নিতে গাইবান্ধা থেকে ঝিনাইদহ এলে পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে তাদের আটক করে। চক্রটি দেশের বিভিন্ন স্থানে এমন প্রতারণা করে আসছিল বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেছো বিড়াল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১
পুরুষদের জন্য ২ জিনিস পরা ইসলামে নিষেধ
কালীগঞ্জে ট্রাক্টরচাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত
ধর্ষকদের নপুংসক করে দেওয়ার পক্ষে প্রীতি