হাইমচরে বন্যাদুর্গতদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪ , ০৪:৪৪ পিএম


হাইমচরে বন্যাদুর্গতদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের ত্রাণ বিতরণ
ছবি : আরটিভি

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি চাঁদপুর ব্রাঞ্চ এর উদ্যোগে হাইমচর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৩৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের অনুরোধে মার্কেন্টাইল ব্যাংক পিএলসির আর্থিক সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে হাইমচর উপজেলার কালাচৌকিদার মোড়ে এই ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি চাঁদপুর ব্রাঞ্চ ম্যানেজার মো. মনির হোসাইন খাঁন। 

মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আব্দুল হান্নানের সৌজন্যে মার্কেন্টাইল ব্যাংক পিএলসির আর্থিক সহযোগিতায় হাইমচরের পানিবন্দি হয়ে ক্ষতিগ্রস্ত ১৩৫০ পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী এ সময় সার্বিক দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি চাঁদপুর ব্রাঞ্চ ম্যানেজার মনির হোসাইন খাঁন বলেন, ব্যাংকের চাঁদপুর ব্রাঞ্চের পক্ষ থেকে হাইমচর উপজেলায় বন্যা দুর্গত ক্ষতিগ্রস্তদের মাঝে ব্যাংকের ভাইস চেয়ারম্যান এম এ হান্নান এ ত্রাণের ব্যবস্থা করেছেন। আমরা ব্যাংকের সেবার পাশাপাশি দেশের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আমাদের এ সামাজিক কার্যক্রম অব্যাহত রাখবো।

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি চাঁদপুর ব্রাঞ্চ অফিসার সাউদ পাটওয়ারী, অফিস সহকারী মো. কাউসার হোসাইন, রাকিব উদ্দিন, হাইমচর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান শেখ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক হারুনুর রশিদ, যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুস মেহনতী, আবু তাহের সরদার, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম কোতয়াল, সহসাংগঠনিক সম্পাদক আজিজুল হক বাবুলসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতৃবৃন্দ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission